প্রথমবারের মতো শিরোপা পেল বিমানবাহিনী
বিজয় দিবস হকি প্রতিযোগিতায় প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ বিমানবাহিনী। ফেবারিট হিসেবে মাঠে নামা বাংলাদেশ নৌবাহিনী ফাইনালে পরাজিত হয়েছে বিমানবাহিনীর কাছে, যাদের বিপক্ষে তারা ৫-৪ গোলে হেরে যায়।
মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে বিমানবাহিনীর হয়ে হ্যাটট্রিক করেছেন রাকিবুল হাসান। তার অসাধারণ পারফরম্যান্সের সাথে মেহরাব হোসেন সামিন ও ওবায়দুল হোসেন জয়ের গোলের মাধ্যমে বিমানবাহিনী নিশ্চিত করে শিরোপা।
নৌবাহিনীর হয়ে গোল করেছেন আশরাফুল ইসলাম, মাঈনুল হোসেন কৌশিক, ফরহাদ আহমেদ শিতুল ও রাসেল মাহমুদ জিমি।
ম্যাচের শুরুতেই রাকিবুলের এক গোলের মাধ্যমে এগিয়ে যায় বিমানবাহিনী। এরপর ১১ মিনিটে ওবায়দুল হোসেন জয় ২-০ করেন, এবং এই গোলের মূল কারিগর ছিলেন রাকিবুল। ১৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নৌবাহিনীকে ম্যাচে ফেরান আশরাফুল ইসলাম। প্রথমার্ধে বিমানবাহিনী ২-১ গোলে এগিয়ে ছিল।
এটি ছিল দেশের হকির সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতায় বিমানবাহিনীর প্রথম শিরোপা জয়।
1 Comments
অভিনন্দন বাংলাদেশ বিমানবাহিনীকে তাদের এই অদম্য জয়ের জন্য!!!!
ReplyDelete